‘আমি কি বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী?’
‘আমি কি বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী?’
বিহারের মূখ্যমন্ত্রী নিতিশ কুমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহিরাগত আখ্যা দিয়েছিলেন। এমন বিদ্রুপকে ভিত্তিহীন উল্লেখ করে মোদি বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী; বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কার নন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। মুজাফফরনগরে এক সমাবেশে দেয়া বক্তব্যে মোদি বলেন, ‘নিতিশ বাবু বলেন, মোদি বহিরাগত। বিহার যখন আমাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ভোট দিয়েছে, তখন আমি কিভাবে বহিরাগত হতে পারি। আমি কি বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী? যদি তা না হই তাহলে আমি কিভাবে বহিরাগত হলাম?’ নিতিশ কুমারকে প্রশ্ন রেখে মোদি বলেন, সোনিয়াজি তো দিল্লি থাকেন। আপনি কি তাকেও বহিরাগত ডাকেন?