আমির-শাহরুখের নিরাপত্তা কমালো ভারত!
পুলিশ জানিয়েছে, তারা এখন আর নিরাপত্তা ঝুঁকিতে নেই।
বলিউডের অনেক সেলিব্রেটিদের নিরাপত্তা জোরদারের জন্য বাড়তি পুলিশ নিয়োজিত ছিল। পুলিশ জানায়, তাদের অনেকেই এখন আর নিরাপত্তা ঝুঁকিতে নেই। তাই বাড়তি খরচ কমানোর জন্য নিরাপত্তারক্ষীদের সরানো হয়েছে।
শাহরুখ-আমির ছাড়া আরো ২৫ সেলিব্রেটির নিরাপত্তারক্ষীদের সরানো হয়েছে।
সম্প্রতি অসহিষ্ণুতা নিয়ে কথা বলায় আমির এবং শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানোর কথা বলেছিল মুম্বাই পুলিশ। তবে কয়েকদিন পরেই সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন।
দুইজন কনস্টেবল নিয়োগ দেয়া হয়েছে আমিরের নিরাপত্তায়। তারা শিফট অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবেন।
পুলিশ জানায়, মোট ৪০ জন সেলিব্রেটিকে নিরাপত্তা দিয়ে আসছিল পুলিশ। তবে সেটা কমিয়ে ১৫ জনে আনা হয়েছে।
এদিকে এখনও নিরাপত্তা পাচ্ছেন খিলাড়ি খ্যাত নায়ক অক্ষয় কুমার, প্রযোজক মহেশ এবং মুকেশ ভাট। এছাড়া লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন এবং দিলীপ কুমারের মতো বলিউড আইকনরা সার্বক্ষণিক পুলিশ প্রহরায় থাকবেন