আমার বাবা নির্দোষ: হুম্মাম কাদের চৌধুরী
২৯ জুলাই, ২০১৫
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমার বাবা নির্দোষ তা একদিন না একদিন প্রমাণ হবে। একদিন এ সত্য প্রমাণিত হবে।
বুধবার সাকা চৌধুরীর রায় ঘোষণার পর রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে ফাঁসি দেয়া যায় না। এটি অন্যায় । এরও একদিন বিচার হবে।
প্রসঙ্গত, একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন ও দেশান্তরসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের চুড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
বুধবার সকাল ৯টা পাঁচ মিনিটের দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশেষ বেঞ্চ জনাকীর্ণ আদালতে মৃত্যুদণ্ড বহাল রেখে সাকার আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করেন।