আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ৩ বছর জেল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
সম্পদের বিবরণ দাখিল না করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই জ্বালানি উপদেষ্টার বিরুদ্ধে ২০১০ সালের ১৩ জুন গুলশান থানায় মামলাটি করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মার্চ সম্পদের বিবরণ দাখিলের জন্য মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক। নোটিশের জবাব না পাওয়ায় একই বছরের ১৩ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর আহমেদ বাদি হয়ে মামলা করেন।
এই মামলায় একই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৩ চলতি বছরের ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।