আমানের মুক্তির দাবিতে ৫দিনের কর্মসূচি ঘোষণা
আমানের মুক্তির দাবিতে ৫দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা জেলা সাধারণ সম্পাদক কারাবন্দি আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে ৫দিনের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহ।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান এসব কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিসমূহ হচ্ছে- আগামী বুধবার জেলা যুব দল, শুক্রবার জেলা ছাত্র দল ও কেরানীগঞ্জ থানা ছাত্র দল, ১০ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দল, ১২ আগস্ট জেলা কৃষক দল এবং ১৬ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ। সবগুলো কর্মসূচি সকাল ১০ টায় শুরু হবে।
আবদুল মান্নান বলেন, আমরা অবিলম্বে জনাব আমানে মুক্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা বিশ্বাস করে এভাবে নেতা-কর্মীদের কারাগারে প্রেরণ করে বিএনপির জনপ্রিয়তা বিনষ্ট করা যাবে না।
গতকাল রোববার নাশকতার মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান আত্মসমর্পন করলে তাকে কারাগারে প্রেরন করা হয়। নাশকতার ৮৯ মামলায় হাই কোর্ট থেকে আমানসহ এমকে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু অন্তর্র্বতীকালীন জামিন নিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গত ২৭ জুলাই জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
আমানের বিরুদ্ধে নাশকতা, ভাংচুর, গাড়িপোড়ানোর অভিযোগে মোট ৭০টি মামলা রয়েছে। ৬৩টি মামলায় জামিন থাকলেও সাতটি মামলায় তার জামিন হয়নি। ঘোষিত প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ হবে দাবি করে আবদুল মান্নান বলেন, ‘‘ আমাদের ঘোষিত সকল প্রতিবাদ সমাবেশ যথাযথ কর্তৃপক্ষের অণুমতি সাপেক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে হল রুমে অনুষ্ঠিত হবে। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব কর্মসূচিতে কোনো রূপ বাধা প্রদান করবেন না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ, স্থানীয় নেতাদের মধ্যে জেলার সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ, কেরানীগঞ্জ মডেল থানার শরীফ মো. মহিউদ্দিন, জেলা যুব দলের আহবায়ক নাজিম উদ্দিন, জেলা ছাত্র দলের রেজাউল কবির পল, জেলা মহিলা দলের সাবিনা ইয়াসমীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আবদুর রহমান বাবুল, ওয়াহিদুর রহমান বারী, জেলা কৃষক দলের হাজী মোহাম্মদ টোকন ।