‘আমাকে বহিষ্কার করার ক্ষমতা কারও নাই’

20/01/2016 7:34 pmViews: 6

‘আমাকে বহিষ্কার করার ক্ষমতা কারও নাই’

 

জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দল থেকে আমাকে বহিষ্কার করার ক্ষমতা কারও নাই। আমি পার্টির চেয়ারম্যান। একমাত্র কাউন্সিলে যদি আমি বাদ হই, তবেই আমি পদ ছেড়ে দেবো। আজ বুধবার বনানীস্থ জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। এসময় দলের নব নির্বাচিত কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন এরশাদ। এরশাদ বলেন, আমি যেকোন সিদ্ধান্ত নিতে পারি। এরজন্য আলোচনার প্রয়োজন নেই। গঠণতন্ত্র অনুযায়ী আমার সে ক্ষমতা আছে। তবে হ্যাঁ, আমি যদি চাই- আলোচনা হতে পারে। আমার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার এখতিয়ার কারোর নেই। সংসদীয় দল জাতীয় পার্টির একটি অংশ। সংসদীয় দল জাতীয় পার্টির ওপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। আমি যে সিদ্ধান্ত নিবো, ওটা সংসদীয় দলকে মানতে হবে। তিনি আরও বলেন, জিয়াউদ্দিন বাবলুকে আমি অনেক স্নেহ করতাম। তাকে মহাসচিব করেছি। কিন্তু আমার জীবিত থাকা অবস্থায় সে আরেকজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে। অথচ এতে রওশন এরশাদের সম্মতি ছিল না। এরশাদ বলেন, আমি কো-চেয়ারম্যান করার ব্যাপারে রওশনের কথাটাও চিন্তা করেছি। দলের উত্তরসূরী হিসেবে তাকে নিয়েও ভেবেছি। কিন্তু তিনি বয়সের ভারে নুব্জ্য। এই বয়সে উনি আর শ্রম দিতে পারবেন না। জাপা চেয়ারম্যান আরও বলেন, বাবলু মোটেও জনপ্রিয় ছিল না। তৃণমূলের নেতাকর্মীরা তাকে পছন্দ করতেন না। এসময় প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালনের স্বার্থে পার্টিকে শক্তিশালী করার কথাও জানালেন এরশাদ।

Leave a Reply