আমরা নেংটা চোর!
বরিশাল সংবাদদাতা ॥ আপনারা লাইট মারবেননা। আমরা নেংটা (উলঙ্গ) চোরের দল! বাড়িতে কলেজ পড়–য়া মেয়ে থাকায় গৃহকর্তা তাই আলো জ্বালায়নি। সিঁধ কেটে সংঘবদ্ধ চোরেরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের সজাগ টের পেয়ে উপরোক্ত কথা বলে। চুরির ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার রতœপুর ইউনিয়নের চাঁপাচুপা গ্রামের মনোরঞ্জন হাজরার বাড়িতে।
গৃহকর্তা মনোরঞ্জন হাজরা জানান, ওইদিন গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা তার গৃহে প্রবেশ করে উপরোক্ত কথা বলে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার প্রায় দেড়লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একইদিন গভীর রাতে উপজেলা সদরের পূর্ব পাশের মোশারফ হোসেন বখতিয়ারের ঘরে সংঘবদ্ধ চোরেরা প্রবেশ কললে গৃহের লোকজন ডাকচিৎকার শুরু করে। এসময় এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া করে এক চোরকে আটক করে গণধোলাই দেয়। আটককৃত চোর নজরুল সিকদারের (৩৫) বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত এনায়েত শিকদারের পুত্র। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।