আব্বাসকে ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার আমন্ত্রণ

23/09/2016 6:47 pmViews: 10
আব্বাসকে ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার আমন্ত্রণ
 
আব্বাসকে ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার আমন্ত্রণ
ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের পার্লামেন্টে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছেন। এর বিনিময়ে ফিলিস্তিনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হলে তিনি তা সাদরে গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহু এসব কথা বলেন।
এসময় তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসকে ‘ঘৃণা পুঞ্জীভূত’ করার পরিবর্তে শান্তির জন্য কাজ করার আহ্বান জানান। এর আগে জাতিসংঘে দেওয়া ভাষণে আব্বাস ২০১৭ সালকে ‘ইসরাইলি দখলদারিত্ব’ অবসানের বছর হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান।
আগামী বছর জুনে ইসরাইলের দখলদারিত্বের অর্ধশত বছর পূর্ণ হবে। সূত্র: বিবিসি

Leave a Reply