আবারো সিপিবির সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক জাফর

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি পদে মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আবু জাফর আহমেদ পুননির্বাচিত হয়েছেন। দলের একাদশ কংগ্রেস শেষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন থেকে নতুন কমিটির ঘোষণা দেন কংগ্রেস মুখপাত্র শাহ আলম।
নতুন কমিটির সভাপতিমণ্ডলীর ১০টি পদের মধ্যে আটজনের নাম ঘোষণা করা হয়েছে। তাতে পুরনো কমিটির হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, কাজী সাজ্জাদ জহির চন্দন ও রফিকুজ্জামান লায়েক একই পদে আছেন। পুরনো কমিটির সদস্য শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন এবার সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন। পুরনো সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব লাবলু, শামছুজ্জামান সেলিম ও মোহাম্মদ আলতাফ হোসাইনকে এবার কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
নতুন কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা হলেন- অধ্যাপক এমএম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাডভোকেট মণ্টু ঘোষ, মো. এনামুল হক, দিবালোক সিংহ, মাহবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপিকা এএন রাশেদা, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, আব্দুল কাদের, ফজলুর রহমান, অ্যাডভোকেট এ কে আজাদ, শাহরিয়ার মো. ফিরোজ, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট সোহেল আহমেদ, অ্যাডভোকেট মাকছুদা আখতার, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, এসএ রশীদ, রাগীব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, আবদুল্লাহ আল কাফি রতন, ডা. সাজেদুল হক রুবেল, আমিনুল ফরিদ, মো. কিবরিয়া, হাসান তারিক চৌধুরী, আজহারুল ইসলাম আরজু ও লুনা নূর।