আবারো প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোগান

10/06/2022 3:17 pmViews: 6

আবারো প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোগান

 

আগামী বছর তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন। এতে আবারও প্রতিদ্বন্দিতা করবেন প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। বৃহস্পতিবার তিনি এ বিষয়ে নিশ্চিত করেছেন। অ্যাজিয়ান উপকূলে অবস্থিত ইজমির শহরে দেয়া এক বক্তব্যে ৬৮ বছর বয়সী এরদোগান এ ঘোষণা দেন। সেখানে তিনি বিরোধী দলীয় নেতা কামাল কিলিকদারোগলুকে চ্যালেঞ্জ জানান। বিরোধী দলীয় জোট থেকে কামাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এরদোগান বলেন, পিপলস এলায়েন্সের প্রার্থী রিসেপ তায়্যিপ এরদোগান। তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং একটি জাতীয়তাবাদী পার্টির জোটকে বুঝাতে তিনি পিপলস এলায়েন্স শব্দ ব্যবহার করেন। তিনি বলেন, যদি আপনার সাহস থাকে, তাহলে আপনি অথবা জোটের প্রার্থীর নাম ঘোষণা করুন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

দেশটিতে আগামী বছর জুনের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হওয়ার শিডিউল আছে।

এরই মধ্যে এ দেশটিকে এরদোগান শাসন করছেন ২০ বছর। প্রথমে তিনি ছিলেন প্রধানমন্ত্রী। পরে প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু তিনি এবং পিপলস এলায়েন্সের জনপ্রিয়তা অব্যাহতভাবে কমতে থাকে। বিশেষ করে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধির ফলে।

কিলিকদারোগলু ২০১৯ সালে মিউনিসিপ্যাল নির্বাচনে বিরোধী দলকে নেতৃত্ব দিয়ে বিজয়ী করেছেন। তার দলটির মেয়র প্রার্থীরা সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন দলের প্রার্থীদের পরাজিত করেছেন। এখনও বিরোধী দল থেকে আগামী নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করা হয় নি। যদিও কিলিকদারোগলু এবং আঙ্কারা ও ইস্তাম্বুলের মেয়রদেরকে শীর্ষ সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply