আবারো টানা ৬০ ঘণ্টার হরতাল

02/11/2013 6:47 pmViews: 6

Hartal-Khulna-bigপ্রতিবেদক : আবারো টানা ৬০ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। আগামী ৪ নভেম্বর সকাল ৬টা থেকে ৬ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে এই হরতাল পালন করবে বিএনপির নেতৃত্বাধীন জোট।

শনিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিফ্রিং- এ তথ্য জানান। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই হরতালের ডাক দেয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, সেবাদানকারি, গণমাধ্যম ও হজ্বযাত্রীদের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

এর আগে ১৮ দলীয় জোট ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে টানা ৬০ ঘণ্টার হরতাল পালন করে। এসময় সারাদেশে সহিংস ঘটনায় কমপক্ষে ২০ জনের প্রাণহানীর খবর পাওয়া যায়।

Leave a Reply