আবারো একসঙ্গে আনুশকা-বিরাট!

25/05/2016 1:44 pmViews: 20
আবারো একসঙ্গে আনুশকা-বিরাট!
 
আবারো একসঙ্গে আনুশকা-বিরাট!
বিরাট কোহলি আনুশকা শর্মাকে ইনস্টাগ্রামে আনফলো করার পর গুঞ্জন ওঠে যে তাদের প্রেমের সম্পর্কে ভাঙন ধরেছে। এরপর ‘ব্যথিত হৃদয়’ কোট করে বিরাটের একটি ছবি আপলোড করার মাধ্যেমে এই গুঞ্জনকে আরো বেশি খোরাক জুগিয়েছে।
তবে গত মাসে বান্দ্রার রয়ালিটি ক্লাবে আনুশকা ও বিরাটকে একসঙ্গে দেখতে পাওয়ার পর তাদের সম্পর্ক জোড়া লাগার খবরের গুঞ্জন ওঠে। এবার আবারো তাদের একসঙ্গে একটি ছবিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ছবিটি গত ১৮ মে’র আশে-পাশে সময়ে তোলা। সেসময় বিরাট বেঙ্গালুরে আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলেছিলেন।
তবে গত কয়েকদিনে ছবিটি তোলা হয়েছে বলেও মনে হচ্ছে নাম কেননা, আনুশকা পাটিওয়ালা ও মুম্বাইয়ের মধ্যে আসা-যাওয়ায় ব্যস্ত আছেন। পাটিওয়ালাতে তিনি ‘ফিল্লাউরি’ ছবির কাজ করছেন। আর মুম্বাইতে মঙ্গলবার সুলতান ছবির ট্রেইলর প্রকাশ পেয়েছে।
২০১৩ সাল থেকে আনুশকা ও বিরাট প্রেম করছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়।খবর: এনডিটিভি।

Leave a Reply