আবারো আটক হলেন ‘এল চাপো’
মেক্সিকান কর্তৃপক্ষ আবারো কুখ্যাত মাদক ব্যবসায়ী জোকুইন এল চাপো গুজম্যানকে গ্রেফতার করেছে। ছয় মাস আগে সর্বোচ্চ সশস্ত্র প্রহরা সংবলিত কারাগার থেকে পালিয়ে ছিলেন তিনি।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা টুইটারে দেয়া এক পোস্টে এই খবর নিশ্চিত করেন। এল চাপো-কে আবারো আটক করতে পেরে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট বলেন, মিশন সমাপ্ত, আমরা তাকে ধরতে পেরেছি। গুজম্যান বিশে^র মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে কোকেন, হেরোইন ও মেটাম্ফেটামিন্স চোরাচালান করতেন। ছয় মাস আগে বাথরুম থেকে ১.৫ কিলোমিটার টানেল খনন করে অবিশ্বাস্যভাবে পালিয়ে ছিলেন। গুজম্যানকে মেক্সিকোর লস মোচিস উপকূল থেকে প্রচ- গোলাগুলির মধ্যে আটক করা হয়। মেক্সিকোর সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের পরিচালিত এই অভিযানে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।