আবারও প্রমাণ হলো পাকিস্তান সংবিধান ও আইন অনুযায়ী চলে।

10/04/2022 4:36 pmViews: 6
ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাতের পর পিএমএলএনের সভাপতি শাহবাজ শরীফ বলেছেন, আমরা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেবো না। অনাস্থা ভোটে ইমরানকে ক্ষমতাচ্যুত করার পর তিনি পার্লামেন্টে বক্তব্য রাখেন। ওদিকে আরেক উদীয়মান রাজনীতিক পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, আমরা ইতিহাস রচনা করেছি। শাহবাজ বলেছেন, যারা আত্মত্যাগ করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আবারও প্রমাণ হলো পাকিস্তান সংবিধান ও আইন অনুযায়ী চলে। তিনি আরও বলেন, এটাই প্রথম যে- দেশে একজন প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন। তার সময়ে কন্যা ও বোনদেরকে জেলে পাঠানো হয়েছে। আর তিনি অতীত ভুলে যেতে বলেন।

যখন সময় আসবে আমরা এ নিয়ে বিস্তারিত বলবো। জাতির যে ক্ষতি হয়েছে তা আমরা সারিয়ে তুলতে চাই। আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নেবো না। আমি, বিলাওয়াল বা মাওলানা ফজলুর রেহমান আইনের শাসনে হস্তক্ষেপ করবো না। আইন সমুন্নত থাকবে। বিচার বিভাগের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে।

Leave a Reply