আবদুল কালামের শেষকৃত্য সম্পন্ন
৩০ জুলাই, ২০১৫
মিসাইল ম্যান খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের শেষকৃত্য তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরে সম্পন্ন হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।
রামেশ্বরে কালামের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহার পারিকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও হাজারো জনতা।
এর আগে গতকাল বুধবার আবদুল কালামের মরদেহ একটি বিশেষ হেলিকপ্টারে রামেশ্বরে নেয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় শিলংয়ে বাসযোগ্য পৃথিবী শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে হঠাৎ অচেতন হয়ে পড়ে গেলে সঙ্কটাপন্ন অবস্থায় এ পরমানু বিজ্ঞানীকে দ্রুত পাশের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। সূত্র: এনডিটিভি।