আফ্রিদি বরখাস্ত, বিদায় ওয়াকারের
পত্রিকাটির খবরে বলা হচ্ছে, মে থেকে মহসিন খানকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হবে। আর কোচ করা হবে আকিব জাভেদকে।
এশিয়া কাপ-বিশ্বকাপের পর পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত নেয় পিসিবি। সেই কমিটি আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে।
প্রতিবেদনে কয়েকজন খেলোয়াড়ের কথা বলা হয়েছে, যারা এশিয়া কাপ এবং বিশ্বকাপের সময় নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করেননি।
তদন্ত কমিটির কাছে কোচ ওয়াকার দাবি করেন, মোহাম্মদ হাফিজ তার ইনজুরির কথা গোপন রেখে খেলতে নামেন।
ওয়াকার বলছেন, ‘আমি সরে গেলে যদি দলের ভাল হয়, তবে দেরি না করে সেটাই করা হোক।’
পাকিস্তান বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। চার ম্যাচের তিনটিতেই হেরে যায় তারা। এশিয়া কাপেও একই অবস্থা। মাত্র দুটি ম্যাচে জয় পায় আফ্রিদি বাহিনী।