আফ্রিদির চেয়ে হাফিজকে সামলানো কঠিন : স্যামি

28/02/2017 10:40 amViews: 9

 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে পেশোয়ার জালমির হয়ে একই দলে খেলছেন শহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ ও ড্যারেন স্যামি। এই দলেই খেলছেন বাংলাদেশের তামিম ইকবাল ও সাকিব আল হাসান। পুরো তারকাবহুল দল যাকে বলে জালমি তেমনই। এই দলের সবাইকে মাতিয়ে রাখেন অধিনায়ক ড্যারেন স্যামি। তবে প্রথম আসরে দলটির অধিনায়ক ছিলেন বুম বুম আফ্রিদি। মাঠে তাকে কিভাবে সামলান স্যামি? কতটা কঠিন তাকে সামলানো?

এই প্রশ্নগুলোই করেছিল ক্রিকইনফো। উত্তরে স্যামি বলেন, ‘আরে আফ্রিদিকে সামলানো কোনো ব্যাপারই না, ও তো আমার খুব কাছের বন্ধু। ওর চেয়ে বরং হাফিজকে সামলানো কঠিন। ও মাঝে মাঝে যে সব কথা বলে! ওই সময় তাকে সামলানো খুব কঠিন হয়ে পড়ে। ওর এই সব ‘কথা’ আমাকে একদিন বিপদে ফেলবে।’ বলেই হাসতে থাকেন স্যামি।

আজ ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে মাঠে নামবে জালমি। প্রতিপক্ষ মাহমুদুল্লাহর কোয়েটা গ্লাডিয়ার্স। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।

Leave a Reply