আফ্রিদিকে কোহলিদের বিশেষ উপহার
আফ্রিদিকে কোহলিদের বিশেষ উপহার
ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের লড়াই চিরপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রায় সবসময় দেখা যায়। এবার সেই বন্ধুত্বের বার্তা দিলেন ভারতের ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেটের সবচেয় জনপ্রিয় খেলোয়াড় শাহিদ আফ্রিদি ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এতে শেষ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে তার ২১ বছরের ক্যারিয়ার। পাকিস্তানের এ ক্রিকেটার আপাতত নিজের ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত। এরই মধ্যে তার জন্য একটি উপহার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেটার। ভারতের অধিনায়ক বিরাট কোহলির একটি জার্সির ওপর জাতীয় দলের সব খেলোয়াড় সাইন করেছেন। সেখানে লেখা আছে, ‘আপনার বিপক্ষে খেলা সবসময় আনন্দের ছিল।’ ৩৯৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ভারতের বিপক্ষে আফ্রিদি খেলেছেন ৬৭ ম্যাচ। ২ সেঞ্চুরিতে ২৫.৪ গড়ে করেছেন ১৫২৪ রান। এছাড়া নিয়েছেন ৩৮ উইকেট।
অন্যদিকে আফ্রিদি এখন নিজের নামের একটি ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত। ২০১৪ সালে এটা প্রতিষ্ঠা করেন তিনি। তরুণ ও যুবকদের মাদক থেকে দূরে রাখার জন্য কাজ করছেন তিনি। পাকিস্তানের কোহাতে একটি খেরার মাঠ তৈরি করছে আফ্রিদির ফাউন্ডেশন। এই এলাকায় মাদক খুবই সহজলভ্য। এতে তরুণ ও যুবকরা খুব সহজেই মাদকাসক্ত হয়ে পড়ে। যুবকরা যাতে মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হয় তাই তার এই প্রচেষ্টা।