আফগান তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ

25/05/2016 1:23 pmViews: 8
আফগান তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ
 
আফগান তালেবানের নতুন নেতা  হাইবাতুল্লাহ
আফগানিস্তানের তালেবান বাহিনীর প্রধান হিসেবে মাওলা হাইবাতুল্লাহ আখুনদজাদার নাম ঘোষণা করা হয়েছে। তিনি তালেবানের সহকারী নেতাদের মধ্যে একজন। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তালেবানরা বিবৃতিতে প্রথমবারের মতো তাদের নেতা মোল্লা আখতার মনসুরের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। গত শনিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মনসুরের গাড়িতে হামলায় তিনি নিহত হন।
বিবৃতিতে তালেবান জানিয়েছে, শূরার একটি বেনামী চুক্তিতে হাইবাতুল্লাহ আখুনদজাদাকে প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। শুরার সব সদস্য  প্রধান হিসেবে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহম্মদ ইয়কুবকে সহকারী প্রধান বানানো হয়েছে। বর্তমান সহকারী প্রধান সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে তিনি এই দায়িত্ব পালন করবেন।

Leave a Reply