আফগানিস্থানে ভয়াবহ ভূমিধসে নিহত দুই সহস্রাধিক
আফগানিস্তানের উত্তারাঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ২,১০০ ছাড়িয়ে গেছে। শরিবার দেশটির প্রাদেশিক গভর্ণরের মুখপাত্র ওয়ালিউল্লাহ আদিব বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভয়াবহ ভূমি ধসে ৩০০ পরিবারের ২,১০০ লোক নিহত হয়েছে। খবর আল-জাজিরা।
এদিকে, আফগান কর্মকর্তাদের দেয়া মৃতের সংখ্যার হিসেব নিশ্চি করতে পারছেনা জাতিসংঘ কর্মকর্তারা। তারা জানান, এ পর্যন্ত ৩৫০ জন প্রাণ হারিয়েছে । আর নিখোঁজ রয়েছে চার হাজারেরও বেশী লোক।
মার্ক বাউডেন নামের এক কর্মকর্তা জানান, জীবিতদের উদ্ধারে সফলতা খুবি ক্ষীণ কারণ ভূমি ধসের জায়গাটি খুবি জটিল। এলাকাটিতে আরো ভূমি ধসের আশংকা রয়েছে।
এর আগে শুক্রবার দেশটির উত্তর প্রদেশের হবু বরিক নামক গ্রামে এ ভয়াবহ ভূমি ধসের ঘটনা ঘটে।
ওয়ালিউল্লাহ আদিব জানান, ভারি বর্ষণের কারণে পাহাড়ের পাশ্ববর্তী এ গ্রামটিতে ভূমি ধস ঘটেছে। খবরে বলা হয়, পাহাড়ি এই দুর্গম এলাকাটিতে অন্তঃত ২৫০ জন লোক ৬০ মিটার গভীরে মাটির নিচে চাপা পড়েছে। সেখানে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই এক বিবৃতিতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন ও উদ্ধার কাজ চালিয়ে যাবার তাগিদ দিয়েছেন। গভর্নর আদিফ জানান, উদ্ধারকারীরা ঘটনাস্তলে পৌঁছলেও সরঞ্জাম স্বল্পতা কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।
উদ্ধার কাজে সহয়োগিতা করতে সেখানে সেনাবাহিনীকে পাঠানো হয়েছে।