আফগানিস্তানে ভারতীয় কনসুলেটে হামলা

04/01/2016 12:41 pmViews: 8

আফগানিস্তানে ভারতীয় কনসুলেটে হামলা

 

আফগানিস্তানে ভারতীয় কনসুলেটে সন্ত্রাসী হামলা হয়েছে। কাছাকাছি এলাকায় হয়েছে বন্দুকযুদ্ধ। এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায় নি। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই শরীফে ভারতীয় কনসুলেটের কাছে এ ঘটনা ঘটে। আজ ওই কনসুলেটের কাছে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল। এর কয়েক ঘন্টা আগে তারা ভারতীয় কূটনৈতিক মিশনে ঝড়ো গতিতে হামলা চালানোর চেষ্টা করে। এ ঘটনায় কোন গ্রুপ দায় স্বীকার করে নি। খবরে বলা হয়েছে, প্রায় ৬ জন সন্ত্রাসী ভারতীয় ওই কনসুলেটের খুব কাছের একটি ভবন থেকে সেখানে হামলা চালায়। এর পর পরই আফগানিস্তানের নিরাপত্তা রক্ষীরা ওই এলাকা ঘিরে ফেলে। বালখ প্রদেশের গভর্নরের মুখপাত্র মুনির ফরহাদ বলেছেন, তারা কনসুলেটের কাছে অভিযান অব্যাহত রেখেছেন। ওই এলাকাটি আবাসিক হওয়ায় অভিযান চালাতে খুব সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ভারতীয় কর্মকর্তার বলছেন, তাদের কনসুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপদে আছেন। তবু তাদের প্রতি জনের সংখ্যা গণনা করা হচ্ছে। কড়া নিরাপত্তা বেষ্টনিতে রয়েছে ওই কনসুলেট। তার ভিতর থেকে এক কর্মকর্তা টেলিফোনে এএফপিকে বলেছে, আমাদের ওপর হামলা করা হয়েছে। রোববার সন্ধ্যা রাতে এ ঘটনার সূত্রপাত। এর কিছুক্ষণ পরেই তিনি আবার বলেন, গুলি চলছে। ওদিকে ভারতের পাঞ্জাব প্রদেশে পাঠানকোটে বিমানবাহিনীর একটি বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলা শেষ হতে না হতেই এই হামলা চালানো হলো।

Leave a Reply