আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আবেদন মালালার
আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আবেদন মালালার
আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
সংবাদসংস্থা রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে মালালা বলেছেন, গোটা বিশ্বের কাছে তার একটিই আবেদন- সাধারণ আফগান মানুষের পাশে দাঁড়ান।
মালালা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরো সাহসী হতে পারেন। আফগানিস্তানের সাধারণ মানুষের কথা ভেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আফগানিস্তানের অসহায় মানুষ বিশ্বের দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, ‘নারী এবং ছোট ছোট মেয়ের নিয়ে চিন্তা আছি। সে দেশের কোনো কোনো সমাজকর্মীর সাথে যোগাযোগ করেছি। তারাও চিন্তায় আছেন।’
সূত্র : ডয়চে ভেলে