আপিল বিভাগের রায় ঐকমত্যের : অ্যাটর্নি জেনারেল

16/06/2015 10:22 amViews: 8
আপিল বিভাগের রায় ঐকমত্যের : অ্যাটর্নি জেনারেল

 ১৬ জুন, ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের চূড়ান্ত রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বুদ্ধিজীবী হত্যার অভিযোগে আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড বলা রাখা হয়েছে। এছাড়া বকচর হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। তবে সাংবাদিক সিরাজউদ্দিন হত্যার অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে মাহবুবে আলম এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ে প্রমাণিত হয় যে, বুদ্ধিজীবী হত্যার একটা ছক ছিল। জাতিকে মেধাশূণ্য করার জন্য বুদ্ধিজীবীদের নিধন করা হয়। একাত্তরে মুজাহিদের বক্তব্য ছিল উস্কানিমূলক।

তিনি আরো জানান, মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগের এ রায় ঐকমত্যের রায়।

Leave a Reply