আপনারা আমলাদের উস্কানি দিয়েছেন, আমরা সতর্ক করেছি : নাসিম –
প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা জনগণের কথা বলি। চক্রান্তের উস্কানি আপনারাই (বিএনপি) দিয়েছেন। আমি শুধু জনপ্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করেছি। তিনি বলেন, যারা চক্রান্ত করেন তারাই সকল ক্ষেত্রে চক্রান্ত খোঁজেন।
শুক্রবার রাজধানী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন, সাউথ-সাউথ পুরস্কারে ভূষিত হওয়ার অভিনন্দন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বিরোধীদলীয় নেতা রাজশাহীতে বলেছিলেন, ২৫ অক্টোবরের পর নাকি আমাদের আইন মানা যাবে না, নির্দেশ মানা যাবে না। বিরোধীদলের বন্ধুরা প্রশাসনকে অচল করতে আমলাদের উস্কানি দিবে, অথচ আমরা চুপ থাকবো এটা হতে পারে না।
প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, মাহমুদুর রহমানের নেতৃত্ব উত্তরা ষড়যন্ত্র করতে চেয়েছেন আপনারা। ষড়যন্ত্র- চক্রান্ত করেন আপনারা, তাই আপনারা সব কিছুতেই ষড়যন্ত্র খোঁজেন। আপনারা তো মুখোশ পরে চক্রান্ত করেন। আমাদের মুখ আছে, মুখোশ নেই। আমরা জনগণের সামনে স্পষ্ট কথা বলি। আমরা ষড়যন্ত্র-চক্রান্ত করি না।
মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত বর্তমান সরকার দেশ পরিচালনা করবে। এ সময় প্রশাসন সরকারের কথামত চলবে। সব নির্বাচিত সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনকে ঢেলে সাজায়। আমেরিকান সরকারও তাদের এজেন্ডা বাস্তবায়নে নিজেদের মত করে প্রশাসন সাজায়।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ২৫ অক্টোবর কি হবে? মহাপ্রলয় হবে? আসলে কিছু হবে না। আমরা আছি থাকবো। ২৫ অক্টোবর নিয়ে বিএনপি হুমকি-ধামকি দিচ্ছে। তারা নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমরা তাদের নৈরাজ্যকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করবো।
বিএনপির এজেন্ডা কী? এমন প্রশ্ন রেখে নাসিম বলেন, বিএনপির এজেন্ডা ভিন্ন। খালেদা জিয়া নির্বাচন চান না। কাদের মোল্লাসহ রাজাকারদের রক্ষা করাই তাদের আসল লক্ষ্য যুদ্ধাপরাধী ঘাতকদের বাঁচাতে হবে।
নাসিম বলেন, ‘বিএনপি নেতারা শিষ্টাচারের কথা বলেন। কিন্তু বিরোধীদলীয় নেতা বারবার একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলেন, হাসিনা। এটা কোন ধরনের শিষ্টাচার হতে পারে? বিএনপির কাছ থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক শিষ্টাচার শিখতে হবে না।’
বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করতে স্পিকার আপনাদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন, আপনারা সংসদে আসুন। স্পিকারের পক্ষ থেকে এটাই হয়তো শেষ আহ্বান।’
সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারেরর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এটিএম শামসুজ্জামান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দার।