আপনাদের করের টাকা দিয়েই আজকের এই মহাঅর্জন মেট্রোরেল: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আপনাদের এই করের টাকা দিয়ে আজকের এই মহাঅর্জন মেট্রোরেল। আপনারা যে অর্থ কর হিসেবে দেন, তা দিয়ে সরকার উন্নয়ন কাজে বিনিয়োগ করে। গতকাল রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী সেরা করদাতার সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড তুলে দেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। অর্থমন্ত্রী বলেন, খাঁটি মুসলমান হতে হলে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে হবে। আমাদের ব্যবসায়ী, অর্থশালী ও বিত্তশালীদের প্রতি আহ্বান থাকবে তারা তাদের প্রতিবেশীদের সহায়তা করবে। তিনি বলেন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সহায়তা করা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের এগিয়ে যেতে অনেক কাজ করতে হবে।
আপনার সম্পদে গরিবের হক আছে, আপনারা যে অর্থ কর হিসেবে দেন তা দিয়ে সরকার উন্নয়ন কাজে বিনিয়োগ করে। অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছর রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে।
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন- এ মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, ডা. মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন ও লে. জেনারেল আবু সালেহ মো. নাসির (অব.)। প্রতিবন্ধী ক্যাটাগরি- আকরাম মাহমুদ, ডা. মো. মামুনুর রশিদ ও লুবনা নিগার। মহিলা ক্যাটাগরি- আনোয়ারা হোসেন, আমিনা আহমেদ, শাহনাজ রহমান, তাসমীন মাহমুদ ও পারভীন হাসান। তরুণ (৪০ বছর বয়সের নিচে) ক্যাটাগরি- সাফওয়ান সোবহান, আসিফ ইকবাল মাহমুদ, নাসিরুদ্দিন আকতার রশীদ, রাইসা সিগমা হিমা ও রবিন রাজন সাখাওয়াত। ব্যবসায়ী ক্যাটাগরি- গোলাম দস্তগীর গাজী, এস এম আশরাফুল আলম, এস এম শামছুল আলম, মো. মাহবুবুর রহমান ও গাজী গোলাম মর্তুজা। বেতনভোগী ক্যাটাগরি- মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন, লায়লা হোসেন ও এম এ হায়দার হোসেন। ডাক্তার ক্যাটাগরি- ডা. জাহাঙ্গীর কবির, প্রফেসর ডা. একেএম ফজলুল হক, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. নার্গিস ফাতেমা ও ডা. এন এ এম মোমেনুজ্জামান। সাংবাদিক ক্যাটাগরি- ফরিদুর রেজা সাগর, মাহফুজ আনাম, মতিউর রহমান, শাইখ সিরাজ ও নঈম নিজাম। আইনজীবী ক্যাটাগরি- মেয়র শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, তৌসিফা আফতাব, ব্যারিস্টার নিহাদ কবির ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। প্রকৌশলী ক্যাটাগরি- মো. জহুরুল ইসলাম, প্রকৌশলী মো. মোখলেছুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।
স্থপতি ক্যাটাগরি- মোহাম্মদ ফয়েজ উল্লাহ, এনামুল করিম নির্ঝর ও স্থপতি ইয়াফেস ওসমান। অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন- মাশুক আহমদ, মো. মোক্তার হোসেন ও রাকেশ সাহা এফসিএ। নতুন করদাতা ক্যাটাগরি- এরিক এম ওয়াকার, ওবায়দুল ইসলাম কিরণ, নাজমা আক্তার, লুইস এনরিক মায়োরগা মনকাদা, জুমারা বেগম, সাকের মোহাম্মদ আলী ও সাদরুদ্দিন আহসান আলী। খেলোয়াড় ক্যাটাগরি- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও কাজী নুরুল হাসান (সোহান)। অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরি- মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযুষ ব্যানার্জি। শিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরি- তাহসান রহমান খান, এস ডি রুবেল, কুমার বিশ্বজিৎ। অন্য ক্যাটাগরিতে সেরা করদাতা- মো. নজরুল ইসলাম মজুমদার, মো. মনির হোসেন ও নাফিস সিকদার। এ ছাড়া কোম্পানি পর্যায়ে ৫৩টি ও অন্য করদাতা পর্যায়ে ১২ জনকে সেরা করদাতা হিসেবে পুরস্কার ও সম্মাননা দেয়া হয়েছে।