‘আন্দোলনে হারলে নির্বাচনে জয়ী হওয়া কঠিন’
তিনি দাবি করে বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলনে কোনো দিন হারেনি। এজন্যই ২১ বছর পরে হলেও রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পেরেছি আমরা।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গণগন্থাগার মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও পাঠচক্রের উদ্ধোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উনি (খালেদা) বলেছেন- বঙ্গবন্ধু নাকি স্বাধীনতা চান নাই? আরে আপনাদের তো খবরই ছিল না। তখন আমি একটা ছোট্ট লোক, তবু রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে দুই-চারজন মানুষ চিনতো। কিন্তু আপনার স্বামীকে তো কেউ চিনতোই না। আমরাও তো চিনতাম না।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার কথার জবাব দেয়া আমাদের জন্য সমীচীন নয়। আমাদের জন্য বেমানান হয়। আরে বঙ্গবন্ধু যদি চাইতেন, তাহলে তখনই প্রধানমন্ত্রী হতে পারতেন।’
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিজের দেশ-বিদেশের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার ও তার আদর্শে জীবন গড়ার পরামর্শ দেন।