আন্দোলনে নাশকতা হলে হাত-পা কেটে দেয়া হবে: শেখ সেলিম

02/03/2014 10:06 pmViews: 4

 

আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রবিবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের কাউন্সিলে দেয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ সেলিম বলেন, এখন আমরা অনেক সুসংগঠিত। আমাদের পতন ঘটন যাবে না।

পাঁচ বছরই ক্ষমতায় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যানডেট নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। পাঁচ বছরই থাকব।

আফগানিস্তানের তালেবানের উদাহরণ টেনে শেখ সেলিম বলেন, আফগানিস্তানে তালেবান তো শক্তিশালী দল। তারা তো নির্বাচনে আসে না। তার পরও কি পাঁচ বছরের আগে নির্বাচন হয়? পাঁচ বছর পরে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আর ওই নির্বাচনে খালেদা জিয়াকে আসতেই হবে।

শেখ সেলিম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন, এবার নির্বাচনে না এসে তো বিরোধীদলীয় নেত্রীর পদ হারিয়েছেন। আর আগামীবার নির্বাচনে না এলে বিএনপির চেয়ারপারসনের পদও থাকবে না। বিএনপি নামের কোনো সংগঠনের নাম-নিশানাও থাকবে না।

তিনি বলেন, কেবল কাদের মোল্লার ফাঁসি হয়েছে। আশা করি, অন্যান্য মোল্লাদেরও ফাঁসি হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবেন না। শেখ হাসিনার অধীনেই তিনি উপজেলা নির্বাচনে এসেছেন। সবাইকে কিভাবে নির্বাচনে আনতে হয় সেটা শেখ হাসিনা দেখিয়েছেন।

তিনি বলেন, উপজেলা নির্বাচনের পর খালেদা জিয়ার আন্দোলন মোকাবিলার ক্ষমতা আমাদের আছে। মাঠেই তার প্রমাণ দেব।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। কাউন্সিল উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ।

Leave a Reply