আন্দোলনের জন্য বিএনপিই যথেষ্ট

07/01/2016 7:11 pmViews: 8
আন্দোলনের জন্য বিএনপিই যথেষ্ট
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথের আন্দোলনের জন্য বিএনপিই যথেষ্ট। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ফেলানী ও আমাদের গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ২০ দলীয় জোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কোনো কোনো শরিকদের সুযোগ-সুবিধা দিয়ে সরানোর চেষ্টা চলছে। কিন্তু এ চেষ্টা সফল হবে না।
তিনি বলেন, খালেদা জিয়া সংলাপের যে ডাক দিয়েছেন তাতে সরকারের সাড়া দেয়া উচিত।
হাফিজ বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্রের অনুপস্থিতিতেই দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের সৃষ্টি হয়।
অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply