আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর প্রথম

11/04/2014 9:17 pmViews: 10

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর প্রথম
ঢাকা : মিসরে রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চর ইলামপুর গ্রামের হাফেজ জাকারিয়া (১২)। তার পিতার নাম  মাওলানা ফয়জুল্লাহ তিনি একজন এনজিও কর্মী।

গত ৯ এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজয়ীর পিতা শীর্ষ নিউজকে জানান, তার ছেলে যাত্রাবাড়ীর হাফিজুল কোরআন ও সুন্নাহ মাদরাসা থেকে পবিত্র কোরআন হিফয করছে। এর আগেও সে ২০১১ সালে কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে।

সে আগামীতে যেন আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত ও এর মাধ্যমে মানুষের কাছে ইসলামের আলো নিয়ে যেতে পারে এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তার বাবা।

Leave a Reply