আন্তর্জাতিক সম্মাননা পাওয়ায় কাফরুল প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা।
মোঃ ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার, ঢাকা : ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনক্লেভ-২০২৩ অংশগ্রহন ও আন্তর্জাতিক সম্মাননা পাওয়ায় ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ‘কাফরুল প্রেসক্লাব’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশকে সংবর্ধনা দিয়েছে ‘কাফরুল প্রেসক্লাব’। বৃহস্পতিবার (২৫ মে) রাত ৭টায় ‘কাফরুল প্রেসক্লাব’ এর অফিস কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।
কাফরুল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরটিভির মো: লিটন খান এর উপস্থাপনায় ‘কাফরুল প্রেসক্লাব’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ‘কাফরুল প্রেসক্লাব’ এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলমগীর হোসেন, সহ – সভাপতি মো: হাসান আহম্মেদ, সহ – সভাপতি মোঃ শরিফ আহম্মেদ, দপ্তর সম্পাদক মো:ইসমত দ্দোহা, প্রচার সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক এস এম সালাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার (১৭ মে) ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরে ফাইভ স্টার হোটেল ক্লাকস সিরাজের আন্তর্জাতিক হলরুমে ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনক্লেভ-২০২৩ অনুষ্ঠানে ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ‘কাফরুল প্রেসক্লাব’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশকে এই সম্মাননা প্রদান করা হয়।
উক্ত আন্তর্জাতিক মিডিয়া কনক্লেভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু লামা, সাাধারন সম্পাদক আবদুর রহমান, ইউপি জার্নালি অ্যাসোসিয়েশনের সভাপতি শিব মনোহর পান্ডে এবং সার্ক জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রফেসর স্মিতা মিশ্র।
এই ছাড়াও এই আন্তর্জাতিক মিডিয়া কনক্লেভে উপস্থিত ছিলেন হিন্দি দৈনিক অমর উজলার সম্পাদক বিনোদ অগ্নিহোত্রী, ইন্ডিয়ান এক্সপ্রেস এর কলামিস্ট ও সাংবাদিক অরুণ ত্রিপাঠী। আগ্রা প্রেস ক্লাবের কর্তা অশোক অগ্নিহোত্রী, বিবেক জৈন, সঞ্জয় ত্রিপাঠী সহ ভারত, নেপাল ও বাংলাদেশের প্রায় তিন শতাধিক সাংবাদিক।