আন্তর্জাতিক পুরস্কার পেল পাকিস্তানের ১৩ বছর বয়সী মেয়েটি
আন্তর্জাতিক পুরস্কার পেল পাকিস্তানের ১৩ বছর বয়সী মেয়েটি
বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের ১৩ বছর বয়সী মেয়ে হাদিকা বাশিরকে যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ আলি আন্তর্জাতিক মানবিক পুরস্কার’-এ ভূষিত করা হয়েছে। এ খবর দিয়েছে পাকিস্তানের শীর্ষ দৈনিক দ্য ডন। পাকিস্তানের সোয়াতের বাসিন্দা হাদিকা দেশটির অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছিল। পুরস্কারপ্রাপ্তির পর হাদিকা বলেন, সোয়াতের জনগণের জন্য এ পুরস্কার। ‘গার্লস ইউনাইটেড ফর হিউম্যান রাইটস’-এর অগ্রপথিক হাদিকা পাকিস্তানের গ্রামীন এলাকার পিছিয়ে পড়া মেয়েদের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। এছাড়া আর্থ-সামাজিক অসমতা, আত্ম-নির্ভরশীলতা সহজতর করা, স্থানীয় স্বশাসন চালু করা ও মানুষের পক্ষে প্রচারণা, ইত্যাদি খাতেও অবদান রয়েছে তার।