‘আন্তর্জাতিক টেন্ডারে চায়না ব্রিজকে পদ্মার কার্যাদেশ দেয়া হয়’

04/06/2014 9:05 pmViews: 4

'আন্তর্জাতিক টেন্ডারে চায়না ব্রিজকে পদ্মার কার্যাদেশ দেয়া হয়'ঢাকা : পদ্মায় মূল সেতুর নির্মাণ কাজের জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ দেয়া হয়েছে। কোম্পানিটি ১২ হাজার ১৩৩ কোটি টাকার দর দাখিল করে। আমরা নিজস্ব অর্থায়নে ৪ বছরে এই সেতু নির্মাণ করবো।

বুধবার দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পদ্মাসেতুর নির্মাণে সময় লাগবে প্রায় চার বছর। সে অনুযায়ী ২০১৮ সালে এ সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের চলতি মেয়াদে মাওয়া-জাজিরায় প্রথম পদ্মাসেতুর কাজ শেষ হবে। একই সঙ্গে আরিচায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা, বিস্তারিত নকশা প্রণয়ন এবং বৈদেশিক অর্থ সংগ্রহ করে নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, এই সেতুর কারিগরি ও আর্থিক দরপত্র মূল্যায়ন করে ঠিকাদার নিয়োগের প্রস্তাব চলতি বছর ২২ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার সভায় অনুমোদিত হয়। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এদেশের জনগণের বহুল প্রত্যাশিত ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতুর নিমার্ণ কাজ চলতি বছর জুন-জুলাই মাসে শুরু হবে।

Leave a Reply