আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সরে গেল রাশিয়া

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) খেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। বুধবার এ বিষয়ক একটি আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল-জাজিরার।
এই সিদ্ধান্ত এমনই এক সময়ে নেওয়া হলো, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত সিরিয়ায় রুশ বিমান হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে।
পুতিনের মুখপাত্র দিমিটি পেসকোভ বলেন, জাতীয় স্বার্থে আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখানে বিতর্কের কিছু নেই। তাছাড়া রাশিয়ার কখনোই এই আদালতকে অনুসমর্থন করেনি। তাই বুধবারের আদেশ শুধুমাত্র আনুষ্ঠানিকতা।
















