আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সরে গেল রাশিয়া

17/11/2016 11:10 amViews: 7
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সরে গেল রাশিয়া

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) খেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। বুধবার এ বিষয়ক একটি আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে রোম চুক্তির মাধ্যমে হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। তবে রাশিয়ার রোম চুক্তিতে স্বাক্ষর করলেও কখনোই অনুসমর্থন করেনি। যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এই আদালতের মাধ্যমে করা হয়।

এই সিদ্ধান্ত এমনই এক সময়ে নেওয়া হলো, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত সিরিয়ায় রুশ বিমান হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে।

পুতিনের মুখপাত্র দিমিটি পেসকোভ বলেন, জাতীয় স্বার্থে আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখানে বিতর্কের কিছু নেই। তাছাড়া রাশিয়ার কখনোই এই আদালতকে অনুসমর্থন করেনি। তাই বুধবারের আদেশ শুধুমাত্র আনুষ্ঠানিকতা।

Leave a Reply