আনোয়ার ইব্রাহিম আমার উত্তরসূরি : মাহাথির

25/06/2019 2:23 pmViews: 6

তিন বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবো না : মাহাথির

মাহাথির মোহাম্মাদ – ফাইল ছবি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী তিন বছরের মধ্যে ক্ষমতা থেকে সরে দাঁড়াব। আসিয়ান সম্মেলনে যোগ দিতে গিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সিএনবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে শনিবার তিনি সে কথাই আবার জানান দিয়েছেন।

মাহাথির ক্ষমতা থেকে সরে দাড়ালে দেশটির প্রধানমন্ত্রী হবেন ক্ষমতাসীন দলের প্রধান আনোয়ার ইব্রাহিম।

মাহাথির সাক্ষাতকারে বলেছেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। বলেছিলাম, আমি পদত্যাগ করবো, যাতে আনোয়ার ইব্রাহিম আমার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসতে পারেন। তিনি বলেন, এই সরকারের জন্য তিনটি বছর প্রয়োজন। কারণ, মালয়েশিয়ার জাতীয় প্রবৃদ্ধির শতকরা ৮০ ভাগ থেকে ঋণ শতকরা ৫৪ ভাগে নামিয়ে আনতে এই সময় প্রয়োজন।

এ লক্ষ্য অর্জনের জন্য তিনি কি ক্ষমতায় থেকেই যাবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে মাহাথির বলেন, না। আমি তিন বছরের বেশি ক্ষমতায় থাকবো না।

Leave a Reply