আনিস ও খোকনকে এফবিসিসিআইর সংবর্ধনা

12/05/2015 3:21 pmViews: 4
আনিস ও খোকনকে এফবিসিসিআইর সংবর্ধনা

আনিসুল হক এবং সাঈদ খোকনকে শুভেচ্ছা জানাচ্ছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ

হকারদের জন্য ব্যাপকভিত্তিক হলিডে মার্কেট চালুসহ তাদের পুনর্বাসন উদ্যোগের মাধ্যমে রাজধানীর ফুটপাত হকারমুক্ত দেখতে চান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি নগরবাসীকে যানজট নিরসনের পাশাপাশি নর্দমা পরিষ্কারসহ মশামুক্ত ঢাকা উপহার দেয়ারও তাগিদ দেন।

ঢাকা উওর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক এবং সাঈদ খোকনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নবনির্বাচিত দুই মেয়রের প্রতি এই দাবি রাখেন। সোমবার রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে এফবিসিসিআই এ সংবর্ধনার আয়োজন করে।

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে দুই মেয়র ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, আবু আলম চৌধুরী, এমএ মোমেন প্রমুখ।

কাজী আকরাম উদ্দিন আহমদ নতুন দুই মেয়রের কাছে দাবি জানিয়ে আরও বলেন, নির্বাচিত মেয়ররা তাদের ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা যদি বাস্তবায়ন হয়, তাহলে নগরবাসীর জীবনধারণে আর সমস্যা থাকবে না।

অনুষ্ঠানে মেয়রদের উদ্দেশে ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবি জানান বাংলাদেশ উইমেনস চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ। তিনি আরও বলেন, আগের ৫০০ টাকার ফি এখন পাঁচ হাজার টাকা করা হয়েছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক। চাঁদাবাজি, পুলিশ ও সন্ত্রাসের নির্যাতন বন্ধ করতে হবে।

ব্যবসায়ীদের জন্য একটি হেল্প ডেক্স চালু করা যেতে পারে। যেখানে কোনো ব্যবসায়ী সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে ফোন করে সাহায্য নিতে পারেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, আমার প্রয়াত বাবার স্বপ্ন ছিল সিটি গভর্নমেন্ট গঠন করার। কিন্তু সেটি করতে গেলে কমপক্ষে দুই বছর সময় লাগবে। এজন্য আমরা দুই মেয়র ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির উন্নয়নে সমন্বিত কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী তাতে সমর্থন দেবেন।

Leave a Reply