আদালত অবমাননা- তাজুল ও জামায়াতকে অব্যাহতি

04/05/2015 3:32 pmViews: 8

আদালত অবমাননা- তাজুল ও জামায়াতকে অব্যাহতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগ থেকে জামায়াতের তিন শীর্ষ নেতা ও আইনজীবী তাজুল ইসলামকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে শিবির সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে পুনরায় রুল জারি করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দিয়েছেন। রুলের জবাব দিতে আগামী ২৪ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। তবে আগামী তিন সপ্তহের মধ্যে আইনজীবীর মাধ্যমে রুলের ব্যাখ্যা দিতে বলা হয়েছে শিবিরকে। গত বছরের ৩০শে ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে দেয়া মানবতাবিরোধী অপরাধের শাস্তির বিষয়ে বিরূপ মন্তব্য করেন তাজুল ইসলাম। এছাড়া রায়ের বিরুদ্ধে হরতাল ডাকে জামায়াত-শিবির। পরে প্রসিকিউশনের আইনজীবীরা বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এনে এতে আদালত অবমাননা হয়েছে বলে উল্লেখ করেন তারা।

Leave a Reply