আত্মসমর্পনের পর কারাগারে মিনু
আত্মসমর্পনের পর কারাগারে মিনু
নাশকতার মামলায় বিএনপির যুগ্মমহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনুুর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুর ১২ টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৫ আদালতে হাজির হয়ে জামিন প্রার্র্থনা করলে বিচারক জয়ন্তি রানি তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশি¬ষ্ট সূত্র জানায়, গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের পরে নগরীর বিভিন্ন থানায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে আটটি নাশকতার মামলা দায়ের করা হয়। সোমবার দুপুর ১২ টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৫ এর বিচারক জয়ন্তী রাণী দাসের আদালতে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। এরপর জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারগারে প্রেরণের নিদের্শ দেন। মিজানুর রহমান মিনুর পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহ নেওয়াজ।