আতঙ্কে ঢাকা রাজশাহী ও লালমনিরহাটে নিহত ৩
ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে রাজধানীর পূর্ব জুারাইন, রাজশাহী ও লালমনিরহাটে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।
সোমবার ভোর ৫টা ৭ মিনিটে সারাদেশে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ঢাকায় নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান (২৩)। তার বাড়ি জুরাইন এলাকায়। রাজশাহীতে নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান। তার বাড়ি শহরের মেহেরচন্ডী এলাকায়। লালমনিরহাটে নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। তার বাড়ি পাটগ্রাম উপজেলার ঘোড়াবাড়ি গ্রামে।
জানা গেছে, রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত রাস্তায় নামতে গিয়ে দুর্ঘটনায় একজন নিহত হন।
প্রায় একই সময় রাজশাহী ও লালমনিরহাটে আতঙ্ক ও হুড়োহুড়িতে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
এদিকে ভূমিকম্পের সময় পুরান ঢাকার মাজেদ সরদার সুইপার কলনির ৬ তলা একটি ভবন হেলে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।
পুরান ঢাকার শাঁখারী বাজারেও ভূমিকম্পে একটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।