আটকে আছে ‘হ্যালো জিমি’
ঢাকা, ২২ মার্চ : জ্যাকুলিন ফার্নান্দেজ নামটা অনেকের কাছেই প্রিয় নায়িকা হিসেবে পরিচিত। তার অভিনীত ‘হ্যালো জিমি’ নামক একটি ছবি মুক্তির কথা থাকলেও সেটি সেন্সরবোর্ড তা আটকে দেয়। সেই ছবিতে জ্যাকুলিন বেশ কিছু আপত্তিকর দৃশ্যে কাজ করেছেন।
বিভিন্ন ছবিতে অভিনয় করে এরই মধ্যে আবেদনময়ী একটি ইমেজ তৈরি করে ফেলেছেন তিনি। ‘রেস-২’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি তার আবেদনময়ী পারফরমেন্সে নজর কাড়ে সবার।
‘হ্যালো জিমি’ ছবিতে প্রধান নারী চরিত্রে কাজ করেছেন জ্যাকুলিন। ছবিতে তাকে দর্শকরা দেখতে পাবেন বহুরুপী চরিত্রে, যে কিনা ছোটবেলা থেকে অবহেলা অনাদরে বড় হয়। অবশেষে ধোঁকাবাজি করে তার দিন কাটে। এখানে একজন তরুণ অভিনেতার বিপরীতে ব্যাপক রগরগে দৃশ্যে কাজ করেছেন তিনি। যার জন্যই ছবিটি সেন্সর বোর্ডে আটকা পড়ে।
জানা গেছে, বিছানার ওই দৃশ্যে নগ্ন অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন জ্যাকুলিন। অনেকটা পর্নো আদলে দৃশ্যটি করার ফলেই সেন্সর বোর্ডে ছবিটি আটকে দেয়। মূলত এ কারণই গত বছর পর্যন্ত ছবিটি ছাড়পত্র পায়নি। তবে এরই মধ্যে দৃশ্যটি কাটছাঁট করার প্রক্রিয়া চলছে। আর তা করা সম্ভব হলে ছবিটি চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পেতে পারে।
এ বিষয়ে জ্যাকুলিন বলেন, আপত্তিকর কিংবা অনাপত্তিকর কিনা সেটা পরিচালক ভাল বলতে পারবেন। আমি চরিত্র অনুযায়ী আমার কাজ করে গেছি। এটা আমার কাজ। আর আমার কাছে বিষয়টিকে বাড়াবাড়ি মনে হয়নি। ছবিটি নিয়ে আমি আশাবাদী। দর্শকদের ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।