আজ হরতাল ॥ নাটোরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

04/10/2013 8:38 pmViews: 11

সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে বড়াইগ্রাম থানা যুবদল সহ-সভাপতি আবুল বাশারকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বড়াইগ্রামের মেরিগাছা বাজারে চায়ের দোকানে এ ঘটনা ঘটে। হত্যাকা-ের প্রতিবাদে জেলা বিএনপি শনিবার বড়াইগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মেরিগাছা বাজারের চায়ের দোকানে বসে আবুল বাশার ও বাবলু এবং তাদের সঙ্গীরা বসে চা খাচ্ছিলেন। এ সময় অস্ত্রধারীরা ওই দোকানে ঢুকে আবুল বাশারকে গুলি ও কুপিয়ে জখম করে। বাশারকে বাঁচাতে বাবলু এগিয়ে এলে অস্ত্রধারীরা বাবলুকেও পিটুনি দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এ হত্যাকা-ের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। অপরদিকে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। যুবদল নেতা ও তার সাঙ্গোপাঙ্গরা বাজারে হামলা করতে এসে জনগণের পিটুনি খেয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার ড. নাহিদ হোসেন জানান, ঘটনাটি অরাজনৈতিক। তবে হত্যাকা-ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply