আজ যাচ্ছেন অতিরিক্ত হজযাত্রীরা
আজ যাচ্ছেন অতিরিক্ত হজযাত্রীরা
ঢাকা: নির্ধারিত হজ ফ্লাইট শেষ হয়েছে দুদিন আগেই। তবে এবার নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত পাঁচ হাজার বাংলাদেশিকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তাদের মধ্যে প্রায় এক হাজার হজযাত্রী গত শুক্রবার সৌদিয়া এয়ারলাইন্সে চলে গেছেন। বাকিদের ভিসার কাজ সম্পন্ন হয়েছে। আজ রবিবারের মধ্যে তারা সৌদি আরবে র্পৌছাবেন বলে আশা করা হচ্ছে।
গতকাল শনিবার বিকালে ধর্ম সচিব, হজ অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও কিছু যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বলে জানা গেছে।
আজ রবিবার মধ্যরাত পর্যন্ত জেদ্দা বিমানবন্দরে হজ ফ্লাইট অবতরণ করতে পারবে। এরপর আর কোনো হজ ফ্লাইট অনুমোদন দেবে না সৌদি কর্তৃপক্ষ। কারণ আগামীকাল সোমবার থেকেই শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা।
কোটা বর্ধিত হজযাত্রীসহ এবার বাংলাদেশ থেকে এক লাখ ছয় হাজার ৭৫৮ জনের হজ পালনের কথা রয়েছে। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আছেন দুই হাজার ৭০০ জন। বিমানের ফিরতি হজ ফ্লাইট আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।