আজ মন্ত্রীসভায় ক্যামেরনের শেষ বৈঠক

12/07/2016 5:08 pmViews: 5

আজ মন্ত্রীসভায় ক্যামেরনের শেষ বৈঠক

 

আজ ও আগামীকাল বৃটেন ও সারাবিশ্বের চোখ থাকবে ১০ ডাউনিং স্ট্রিটে। সেখানে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তার পরিবার বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু গুছিয়ে নিচ্ছেন। অন্যদিকে এই একই বাড়িতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন ‘ইনকামিং’ প্রধানমন্ত্রী তেরেসা মে। তবে তিনি সময় পেয়েছেন মাত্র ৪৮ ঘন্টা। এর মধ্যে নতুন মন্ত্রীসভা গঠন, রাণীর সম্মতি সহ সবকিছু ম্যানেজ করতে হচ্ছে তাকে। আজই মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী হিসেবে শেষ বারের মতো সভাপতিত্ব করবেন ডেভিড ক্যামেরন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি লিখেছে, ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির নেতৃত্বের লড়াইয়ের জন্য প্রায় ৯ সপ্তাহ সময় ছিল। কিন্তু সোমবার সেই লড়াই থেকে সরে দাঁড়ান আন্দ্রেয়া লিডসম। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন তেরেসা মে। বুধবার সন্ধ্যায় রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এর মধ্য দিয়ে তেরেসা মে’র জন্য উন্মুক্ত হয়ে যাবে ১০ ডাউনিং স্ট্রিট। ২০১০ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী এই নারী বৃটেনের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ওই বাড়িতে প্রবেশ করবেন। তবে এরই মধ্যে তার সামনে অনেক কাজ। তাকে তার নিজের মন্ত্রীসভা গঠন করতে হবে। তবে তিনি এরই মধ্যে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সোজাসাপ্টা নেতৃত্বের প্রশংসা করেছেন। প্রার্থিতা প্রত্যাহার করার জন্য আন্দ্রেয়া লিডসমের প্রতি জানিয়েছেন শ্রদ্ধা। ওদিকে আগাম নির্বাচনের দাবি উঠেছে বিরোধীদের পক্ষ থেকে। এমন দাবি জানাচ্ছে লিবারেল ডেমোক্রেট ও গ্রিন পার্টি। তাদের সঙ্গে যোগ দিয়েছে লেবার দলের সিনিয়র এমপি জন ত্রিকেট। তিনি জাতীয় নির্বাচনে লেবার দলের সমন্বয়ক ও লেবার দলনেত জেরেমি করবিনের ঘনিষ্ঠজন। তবে আগাম নির্বাচনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেরেসা মে।

Leave a Reply