আজো, কেউ হাঁটে অবিরাম: গুলতেকিন খান
কবিতা

অভিধান: এক
মাথার ওপর দিয়ে কিছু শব্দ চলে যায়,
 আর কিছু অবসন্ন পড়ে থাকে নিচে।
ভাবি কেউ গোবেচারা, ডেকে আনি ঘরে
 পরম আদরে তাকে নাশপাতি তুলে দিই
 নাশতার থালায়, বিপ্লবের ছাতা হাতে নিয়ে
 কেন জানি তবুও সে সকালে পালায়।
 সারা দিন সাদা পাতা খুলে তাকে খুঁজি।
কিছু শব্দ বাজিকর, এক পায়ে পার হয় দড়ি
 সাঁতার জানে না বলে নিঃশব্দে কিছু ডুবে যায়।
ডিলানের গান হয়ে যায় কেউ,
 নীরব আর্তনাদে কেউ হয় খলিল জিবরান;
 কিছু শব্দ মেঘনাদ, কিছু শব্দ লালনের গান।
তর্ক
 তর্কে মেলে অনেক কথা, বিশ্বাসে ভঙ্গুর।
 সবাই যখন সাদা কালো, ধূসরে যাও মিশে;
 জটিল করো সরল কথা, চিলের দিকে ছুটে
 বিষকে ভেবে অমৃত আজ মেটাও তৃষ্ণা বিষে।
উঠেছে যে, অতর্কিতে ধুলোয় নামাও তাকে।
 জ্ঞানীর দিকে বুড়ো আঙুল পাঠাও সম্মানী।
 তর্কে পাব মোক্ষ সবাই, রং বদলের ভিড়ে
 কারও আঁচল তুলসীপাতা, কারও চোখে গ্লানি।
 
 
















