আজান শোনার মুহূর্তটি প্রিয়াঙ্কার সবচেয়ে প্রিয়

18/04/2017 7:18 pmViews: 4

আজান শোনার মুহূর্তটি প্রিয়াঙ্কার সবচেয়ে প্রিয়

প্রিয়াঙ্কা চোপড়ামাইকে আজান প্রচার নিয়ে টুইট করে সোমবার সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে সবচেয়ে আলোচিত-সমালোচিত ব্যক্তি ছিলেন বলিউডের জনপ্রিয় সংগীত তারকা সনু নিগাম। তিনি জানিয়েছিলেন, আজানের সময় মাইকের উচ্চ শব্দে ঘুম ভেঙ্গে যাওয়া নিয়ে তিনি বিরক্ত। অনলাইনে চলতে থাকে তার এই টুইটের সমালোচনার মধ্যে বলিউড সেলিব্রেটি প্রিয়াঙ্কা চোপড়া দিলেন সবচাইতে উপযুক্ত জবাব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে সনু নিগামের এই টুইটের বিপরীতে ব্যবহৃত হচ্ছে প্রিয়াঙ্কার একটি ভিডিও বার্তা। যেখানে বলিউড-হলিউড মাতানো অভিনেত্রী জানিয়েছেন, আজান শোনার মুহূর্তটি তার সবচাইতে প্রিয়।

ভিডিওটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেওয়াচ খ্যাত এই ভারতীয় অভিনেত্রী বলেছিলেন, ভোপালে থাকার সময় তিনি অপেক্ষা করতেন আজান শোনার জন্য। সন্ধ্যার সময় বেশ কয়েকটি মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে। সূর্যাস্তের সেই মুহূর্তটা তার সবচেয়ে প্রিয়। তিনি বলেন, সারাদিনের শুটিং শেষ করে বিকেলে বাসার ছাদে গিয়ে আজান শোনার জন্য অপেক্ষা করতাম তখন।

সনুকে যোগ্য জবাব দেয়ার জন্য এটাই আপাতত একমাত্র উদাহরণ হিসেবে ধরে নিয়েছেন অনলাইন ব্যবহারকারীরা। তবে কালকের পর থেকে আর টুইটারে দেখা মেলেনি সনু নিগামের।

Leave a Reply