আজও ভয়াবহ এক ব্যাধির নাম ‘যক্ষ্মা’: ৬ তথ্য

05/05/2015 1:22 pmViews: 8

আজও ভয়াবহ এক ব্যাধির নাম ‘যক্ষ্মা’: ৬ তথ্য

গতকাল ছিল ‘বিশ্ব যক্ষ্মা দিবস’। যক্ষ্মা (টি.বি.) আজও ভয়াবহ এক ব্যাধির নাম। আজও শুধুমাত্র সচেতনতার অভাবে প্রাণ হারাচ্ছেন লাখো মানুষ। কিন্তু, একটু সচেতনতা এবং সময়মতো কার্যকর পদক্ষেপ নিশ্চিতভাবেই যক্ষ্মা রোগীর প্রাণ বাঁচাতে পারে। নিচে যক্ষ্মা রোগের ৬টি তথ্য উপস্থাপন করা হলো:
১) বিশ্বজুড়ে মরণব্যাধি এইচআইভি/এইডসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এর পরেই যক্ষ্মার অবস্থান। প্রাণঘাতী ব্যাধির তালিকায় ইন্টারনেট ও চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক এ যুগেও দ্বিতীয় মারাত্মক রোগ যক্ষ্মা।
২) ভারতে আজও প্রতি ২ মিনিটে যক্ষ্মায় আক্রান্ত একজন মানুষ মৃত্যুবরণ করেন।
৩) ২০০৮ সালের একটি জরিপ অনুযায়ী, বাংলাদেশে এ ব্যাধিতে আক্রান্ত প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু হয়। যক্ষ্মায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকার ষষ্ঠ অবস্থানে ছিল বাংলাদেশ।
৪) সময়মতো, যথাযথ ও নিয়মিত চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়।
৫) কাশি ৩ সপ্তাহের বেশি স্থায়ী হলে এবং ঘন কফর সঙ্গে থুতু (মাঝে-মধ্যে) বের হওয়া, বুকে ব্যথা অনুভূত হওয়া, দুর্বলতা ও ওজন কমা এবং সেই সঙ্গে জ্বর টি.বি.’র সাধারণ উপসর্গ।
৬) সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, প্রচুর পুষ্টিকর খাবার খাওয়া এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন যক্ষ্মা থেকে দূরে রাখতে সহায়তা করবে।

Leave a Reply