আচরণবিধি তৈরি করছে ইসি
স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে আচরণবিধি তৈরি করতে যাচ্ছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবু হাফিজ। তিনি জানান আচরণবিধির খসড়া ওয়েবসাইট এবং কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে সোমবার তিনি সাংবাদিকদের জানান।
নির্বাচন কমিশন জানিয়েছে সংবিধান অনুযায়ী নির্বাচন হলে বিদ্যমান আচরণবিধি পরিবর্তন করতে হবে। কারণ বর্তমান যে আচরণবিধি রয়েছে তার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত নির্বাচনের জন্য। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিদ্যমান আচরণবিধি সংশোধনের প্রয়োজন রয়েছে। তা না হলে নির্বাচনের সবার জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব হবে না। এ কারণেই নির্বাচন কমিশন আচরণবিধি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলে কমিশন জানিয়েছে।
জানা গেছে, নতুন করে কোন আচলণবিধি তৈরি করা হচ্ছে না। বিদ্যমান যে আচরণবিধি রয়েছে তাতে কিছু জায়গায় যোগ বিয়োগ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, আচরণবিধি নিয়ে সোমবার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। বৈঠকের আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, আচরণবিধি নতুন করে তৈরি করতে হচ্ছে না। যে আচরণবিধি রয়েছে সেটার সঙ্গে কিছু কিছু জায়গা যোগ-বিয়োগ করতে হচ্ছে। আগের আচরণবিধি তত্ত্বাবধায়ক সরকারের সময়ের। সেই সময়ের সরকারের কোন পলিটিক্যাল ভূমিকা ছিল না। কিন্তু, এবার যেহেতু রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হবে, তাই, তাদের রাজনৈতিক রোল থাকবে। এ কারণে আচরণবিধিতে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হচ্ছে। এছাড়া সংসদ ভেঙ্গে অথবা সংসদ রেখে যেভাবেই নির্বাচন হোক, বিষয়টি মাথায় রেখেই আচরণবিধি তৈরি করা হবে বলে তিনি জানান।