আঙ্গুলের ছাপে সিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

বায়োমেট্রিক পদ্ধতিতে বা আঙ্গুলের ছাপ দিয়ে মোবাইল ফোনের সিম নিবন্ধনের পরীক্ষামূলক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার সকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধন করেন তিনি। এ সময় সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিতি ছিলেন।
আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলক এবং ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতি পূর্ণাঙ্গভাবে চালু করবে মোবাইল ফোন অপারেটরা।
মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রিত্ব গ্রহণের তিনমাস পূর্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তিনি বলেন, ১৭ জুলাই থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তিন মাসের এই পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পেরেছে টেলিফোন শিল্প সংস্থা। সবচেয়ে দূর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ সাব মেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।
ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের এ উদ্যোগ নেয়া হয়। এরপর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়া শুরু হওয়ার পরপর প্রায় এক কোটি গ্রাহকের নিবন্ধন যাচাই করে দেখা গেছে, এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন হয়েছে মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি সিম।