আঘাত হেনেছে পাইলিন

12/10/2013 6:39 pmViews: 12

phailin--attack ডেস্ক : ভারতের উড়িষ্যার গোপালপুর উপকূলে স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় পাইলিন। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে বলে জানিয়েছে ভারতীয় বেসরকারি সংবাদ মাধ্যম এনটিভি।

উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে এরই মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দুই রাজ্যের বেশিরভাগ এলাকার বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরই মধ্যে উড়িষ্যায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়ের ফলে ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। তাই জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যেই উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূল থেকে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

যে কোনো জরুরি পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনীকে সতর্কাবস্থায় থাকারও নির্দেশ দিয়েছে উড়িষ্যা ও অন্ধ্র প্রশাসন। বাতিল করা হয়েছে সমস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি।

উড়িষ্যায় সর্বশেষ ১৯৯৯ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।

Leave a Reply