আগ্রাসনে অংশ না নিতে বেলারুশের প্রতি ইইউ প্রধানের আহ্বান

24/02/2022 8:43 pmViews: 5

আগ্রাসনে অংশ না নিতে বেলারুশের প্রতি ইইউ প্রধানের আহ্বান

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনে অংশ না নিতে বেলারুশের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান চার্লস মিশেল। বৃহস্পতিবার দিনের আরও পরে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়ে জরুরি বৈঠক করার কথা রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন সামিটে। তার আগে ন্যাটো সদর দপ্তরে মিডিয়া কনফারেন্সে বক্তব্য রাখেন চার্লস মিশেল। তিনি বেলারুশ এবং এর জনগণের উদ্দেশে বলেন, রাশিয়ার ধ্বংসাত্মক কর্মকাণ্ড অনুসরণ না করার সুযোগ আছে আপনাদের। আপনার প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে অপ্রয়োজনীয় এই ট্রাজেডিতে অংশ না নেয়ার সুযোগও আছে আপনাদের। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ইউক্রেনের উত্তরে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ। রাশিয়ার হাজার হাজার সেনাকে তাদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিয়েছে দেশটি।

সেখান থেকে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। মিডিয়ার খবর অনুযায়ী, তাদের সঙ্গে হামলায় যোগ দিয়েছে বেলারুশের সেনারাও। এর আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তাকে ফোন করেছিলেন। ফোন করে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান সম্পর্কে অবহিত করেছেন। তবে এই অভিযানে বেলারুশের নিজস্ব কোনো বাহিনী অংশ নিচ্ছে না বলে দাবি করেন তিনি।

Leave a Reply