আগৈলঝাড়া পানিতে ডুবে এক শিশু মারা গেছে
বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সোমাইরপাড় গ্রামে পানিতে ডুবে এক বছর বয়সের এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। জানা গেছে, ওই গ্রামের সমীর অধিকারীর একমাত্র শিশু পুত্র শিমুল অধিকারী খেলারছলে বসত ঘরের পাশ্বর্বতী পুকুরে পরে যায়। অনেক খোজাঁখুজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করে।